বাউফলে করোনা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম ও দরিদ্র পরিবারে খাদ্য বিতরন

বাউফলে করোনা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম ও দরিদ্র পরিবারে খাদ্য বিতরন

সাইফুল ইসলাম, বরিশাল লাইভ  : বাউফলে করোনা ভাইরাস প্রতিরোধে সার্বজনিন কার্যক্রম বেড়েই চলেছে। সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ না করলেও প্রশাসনিক ভাবে কঠোরতা রয়েছে। প্রতিটি পরিবারকে ঘরমুখী থাকার জন্য সাধারন ছুটিসহ যোগাযোগের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওষুধের ও মুদি দোকান খোলা খাকলে রয়েছে বাধ্য-বাধকতা। এ আইন বাস্তবায়নে মাঠে পুলিশ টহল দিচ্ছে। মাঝে মধ্যে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে।
 অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে সাধারন মানুষের উপর পুলিশ ধাওয়া অভিযোগ রয়েছে। এেিদক  সেনাবাহিনী মাঠে জরিমানা করছে।
গত ১০ দিনে বাউফল সদরসহ গ্রামাঞ্চলে নিয়ম মেনে চলতে দেখা গেছে। মাঝে মধ্যে ২/১ টি চায়ের দোকান খোলা থাকলেও লোকজন সরাগরম থেকে দূরে থাকছে। গ্রামাঞ্চলে চিরাচরিত নিয়মে সাপ্তাহিক হাট বসলেও ক্রেতাদের উপস্থিতি নেই।
মঙ্গলবার বেলা ১১ টা দিকে বাউফল উপজেলা সদর গোলাবাড়ি থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সরেজমিন পরিদর্শন করতে গিয়ে বেশির ভাগ দোকান বন্ধ থাকতে দেখা গেছে। সড়কে ২/১ টি রিকসা-হোন্ডা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সড়কে প্রয়োজনে কিছু  লোক চলাচল করলে প্রত্যেকের মুখে মাস্ক পরিহিত ছিল।
করোনা প্রতিরোধ সচেতনতার লক্ষ্যে প্রচারপ্রচারনায় লিফলেট মাস্ক ও খাদ্য বিতরন চলমান রয়েছে। জেলা তথ্য অফিস পটুয়াখালী উদ্যোগে  উপজেলা সদর পাবলিক মাঠে লটকিয়ে দেয়া হয়েছে বড় বিলবোর্ড। করোনা ভাইরাস সংক্রামক লক্ষন প্রতিরোধ কৌশল ছবিসহ তুলে ধরা হয়েছে। সাবেক চীফ হুইপ ফিরোজ এমপি‘র পৃষ্ঠপোষকতায় জনসাধারনের মাঝে মাস্ক ও হ্যান্টস্যানিটাইজার বিতরন করেছে জনপ্রতিনিধি। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘন ঘন ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া,চায়ের দোকান ও জনপরিবহন বন্ধ রাখা সহ সকল প্রকার নিয়ম কানুন মেনে চলার জন্য আহবান জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও অফিসার ইনচার্জ খন্দকার মোস্তফিজুর রহমান টিম নিয়ে উপজেলা সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছে। ব্যক্তি উদ্যোগে হতোদরিদ্র পরিবার মধ্যে খাবার বিতরন করেছে।
ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান সাথে মুঠোফোনে সাংবাদিককে জানান, পুলিশ প্রশাসন কোনো প্রকল্প নেই। ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারকে সাহায্য করা হয়েছে।  এ পর্যন্ত ৩০/৩৫ পরিবারকে সাহায্য করা হয়েছে।
করেনা  নিয়ে ত্রান সাহায্য বিষয় তথ্য জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং পিআইও সাথে মুঠোফোনে যোগাযোগ করলে কোনো উত্তর পাওয়া যায়নি।